প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ২১:৩৮
গাজার ওপর ইসরায়েলের বর্বর হামলা ও নারী-শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তা না হয়, তবে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে।