প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন। বৃহস্পতিবার বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেওয়া ভাষণে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, যা বিশ্ব নজর করে দেখছে। নতুন বাংলাদেশ গঠনের পথে কিছু চ্যালেঞ্জ থাকলেও জনগণের আস্থা অর্জনে সংস্কার কাজ অব্যাহত রয়েছে।