রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ মে) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমানের নেতৃত্বে উপজেলার পশ্চিম উজানচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ নিজামের মালিকানাধীন ‘গোধূলি পার্ক’ এলাকায় বিশাল জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন ও ৫টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গত তিনদিনে চালানো অভিযানে মোট ৪টি ড্রেজার মেশিন ধ্বংস এবং ১০টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে, যেগুলো অবৈধভাবে মাটি ও বালু পরিবহন করছিল।
এর আগে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার মাখন রায়ের পাড়া এলাকায় মরা পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে শহিদ নামের এক বালু ব্যবসায়ীর একটি ড্রেজার এবং ৫০-৬০টি পাইপ ধ্বংস করে দেয় প্রশাসন।
এদিকে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তার অভিযোগ এনে স্থানীয় বাসিন্দা দুলাল বিশ্বাসের ওপর চড়াও হন বালু ব্যবসায়ী শহিদ ও ইউপি সদস্য লিপু মন্ডল। তবে ইউএনও নাহিদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সরকারি রাস্তার বালু ব্যবস্থাপনার ব্যাপার ছিল। কেউ অভিযোগ করেছে বলেই নয়, নজরদারির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়াবাড়ি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ইউএনও আরও বলেন, অনুমতি ছাড়া কৃষি জমি বা নদী-জলাশয় থেকে মাটি-বালু উত্তোলন আইনগত অপরাধ। এই ধরনের অভিযান চলমান থাকবে, জানমাল ও পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।