বরিশালে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ২রা মার্চ ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন
বরিশালে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান

বরিশাল মহানগরের দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে। শনিবার (০১ মার্চ) বিকেলে নগরের সিএন্ডবি রোডে টায়ারের দোকানে এবং ভোরে কাশিপুরের জোড়াপুকুর পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাশিপুরের জোড়াপুকুর পাড়ে মো. খোকন ও রবিন পালের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দুই দোকানির প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


অপরদিকে, একই দিন বিকেলে সিএন্ডবি রোডের আল কারীম অটোমোবাইল সার্ভিসের টায়ারের দোকানেও শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটে। সদর ও দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এই দোকানের ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।


দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির শিকার হলেও, হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া, আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।