দৌলতদিয়ায় ডিবির অভিযানে নারী মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৫ অপরাহ্ন
দৌলতদিয়ায় ডিবির অভিযানে নারী মাদককারবারী গ্রেফতার

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৬ গ্রাম হেরোইনসহ ১ চিহ্নিত নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত জামাল বিশ্বাস এর স্ত্রী সাথী বেগম ওরফে শান্তি (৪০)।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে

জেলা ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত নারী মাদককারবারী সাথীকে ৬ গ্রাম হেরোইন (৬০ পুড়িয়া) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামী সাথী বেগম ওরফে শান্তির বিরুদ্ধে পূর্বের ৫ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদককারবারী সাথীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।