কাউখালীতে শিশু ধর্ষণ মামলায় লম্পট সাইফুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৫ই মে ২০২৩ ০৬:১২ অপরাহ্ন
কাউখালীতে শিশু ধর্ষণ মামলায় লম্পট সাইফুল গ্রেফতার

পিরোজপুরে কাউখালীতে শিশু ধর্ষণের মামলা, আসামি গ্রেফতার করেছে পুলিশ। 


জানা গেছে, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের শিব শংকরের ছয় বছরের শিশু কন্যাকে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের সালেক মিয়ার বাড়ির কেয়ারটেকার আব্দুর রাজ্জাক ওরফে সাইফুল (৪০) শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার করলে লম্পট পালিয়ে যায়।


 এ বিষয় মেয়েটির মা মিতা রানী হালদার বাদি হয়ে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা করে। কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে  লম্পট সাইফুলকে গ্রেফতার করে। 


কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, থানায় মামলা হয়েছে। আমরা লম্পটকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মেয়েটিকে পিরোজপুরের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার সকালে আসামিকে কোটে পাঠানো হয়েছে। 


এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজন ওয়ারেনটভুক্ত আসামিকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।