সরাইলে অনলাইনে জুয়া, অর্থসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ২রা নভেম্বর ২০২২ ০৬:০১ অপরাহ্ন
সরাইলে অনলাইনে জুয়া, অর্থসহ গ্রেফতার দুই

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন  দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা থেকে ২টি মোবাইল ফোন ৬হাজার তিন শত দশ টাকাসহ দুইজন জুয়াডিকে  গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। 


থানা সুত্রে জানাযায়,২ নভেম্বর বুধবার উপজেলার সদর ইউনিয়নের প্রাতঃ বাজার হইতে স্বল্প নোয়াগাঁও যাওয়ার রাস্তার আরিফাইল গ্রামের এক মুদির দোকানের ভিতর  থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়াড়ি  থেকে নগদ টাকাসহ দুইটি মোবাইল  ফোন  জব্দ করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন,   জালাল মিয়া(৩২) পিতা-আব্দুল বাছির , গ্রাম- স্বল্পা নওগাঁ ও  হাসান আলী(৩৮), পিতা-মৃত আবুল কাশেম , গ্রাম- দক্ষিন আরিফাইল  উপজেলা সরাইল ব্রাহ্মণবাড়িয়া। 


তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করে  আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।