পাঁচবিবিতে ২ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: সোমবার ২১শে নভেম্বর ২০২২ ০৬:১৯ অপরাহ্ন
পাঁচবিবিতে ২ মাদক কারবারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ শ ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ  দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে পাঁচবিবি পৌরসভার সোনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন বালিঘাটা বাজারের মৃত আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০) ও একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে শেখ রানা (৩০)। 


জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, পৌর শহরের সোনারপট্টি এলাকায় মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেট ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন কেনা বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি মটরসাইকেল,২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।


তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাব সংগ্রহ করে অভিনব কায়দায়  জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।