প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৩:২৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত মাদককারবারী হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জমাদ্দার মাতুব্বর পাড়া (দুর্গাপুর নতুন বাজার) এলাকার আহম্মদ বেপারীর ছেলে মোঃ সোহেল বেপারী (২৪)।
থানা পুলিশ জানায়, শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া শহিদ মিনার এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় এবং আটককৃত মাদককারবারীদেরকে রবিবারে আদালতে সোপর্দ করা হয়।