গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৯শে অক্টোবর ২০২২ ০৫:০৫ অপরাহ্ন
গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


থানা পুলিশ সূত্রে জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে উত্তর দৌলতদিয়া পোরাভিটা এলাকা থেকে ৫ গ্রাম হেরোইন সহ মাদককারবারী ফরদিপুর জেলার কোতোয়ালি থানার দূর্গাপুর এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে মোঃ আলতাফ হোসেন (৪৮) এবং অপর অভিযানে একই দিনে রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে  থেকে ১৫০ পিচ ইয়াবাসহ মাদককারবারী ভাংগা থানার হাপুরা এলাকার মো. হারুন ফকির এর ছেলে 

মোঃ নাসির ফকির (২৮) কে আটক করা হয়। 


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স  অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যে পৃথক পৃথক মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।