বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি (সোমবার) বিকালে গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
সুলতানুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির' আহবায়ক কমিটির উপদেষ্টা ও উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। তারা ৮৯ বছর পূর্ণ হওয়া শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে তার অবদান সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বিএনপির আদর্শে সমর্থন জানিয়ে দলের ঐতিহ্য এবং ভবিষ্যৎকে আরও দৃঢ় করতে দলের সকল নেতাকর্মীকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন শুধুমাত্র তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক ও ঐক্যবদ্ধ উদ্যোগ, যাতে দলটি আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দলের কর্মসূচি এবং আন্দোলনকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করার অঙ্গীকার করেন। তাদের মধ্যে ছিল দৃঢ় সংকল্প, যেন শহীদ জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।