কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক নারী সহ অপর দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়ার আব্দুল বারেকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়িতে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারেক কয়েক বছর আগে ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়ায় বসবাস শুরু করেন। বারেক তার বাড়িতে মাদক ও দেহ ব্যবসা চালাতেন।
এলাকাবাসী রোববার দুপুরে বারেকের বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবু বক্কর সিদ্দিক, আয়নুল হক ও ফাতেমা খাতুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এসময় বাড়ির মালিক বারেক ও তার স্ত্রী পালিয়ে যায়। এসময় পুলিশ বারেকের বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আয়নুল হক ও ফাতেমা খাতুনের বাড়ি পাথরডুবি ইউনিয়নে। আবু বক্কর সিদ্দিকের বাড়ি শিলখুড়ি ইউনিয়নে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বাড়ির মালিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।