পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন নেছারাবাদ থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মোঃ ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।
জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এসময়ে মাদ্রাসা ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে ডিস্টার্ব করে আসছিল। তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন সময়ে বারণ করেছি। ওরা বকাটে প্রকৃতির লোক তাই ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন দেখে ফেলায় মেয়েকে চড় থাপ্পর দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা অভ্যত আছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।