প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১:১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গ্রেপ্তারকৃত যুবকের নাম শহিদুল শিকদার (৪১)।
গত সোমবার মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ছাইতানতলা নামক স্থান থেকে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শহিদুল শিকদার ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আলহাজ্ব জামাল উদ্দিন শিকদারের ছেলে। ডিবি পুলিশ এসময় তার নিকট থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আইয়ুব আলী বলেন, শহিদুল শিকদারের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বগুড়া ও জামালপুর জেলায় দুটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।