প্রকাশ: ৭ মে ২০২৩, ৩:১৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে শাহরিয়ার হোসাইন চমক (২০) নামের এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন। চমক ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া এলাকার হাসপাতাল পাড়ার মিন্টু মিয়ার ছেলে।
জানাগেছে, ভূরুঙ্গামারী মহিলা কলেজের একাদশ শ্রেনির এক ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে অটো রিকশায় করে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় পৌছলে চমক ওই ছাত্রীকে বহন করা চলন্ত অটো রিকশায় লাফিয়ে উঠে তাকে উত্যক্ত করে। এসময় ছাত্রীটির চিৎকারে সেখানে এসএসসি পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ভূরুঙ্গামারী থানার পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ চমককে আটক করে থানা নিয়ে যায়।
ছাত্রীকে উত্যক্ত করার খবর ছড়িয়ে পড়লে সম্মিলিত শিক্ষক পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ছাত্রীকে উত্যক্তকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই যুবককে এক মাসের কারাদন্ড প্রদান করেন।