বারহাট্টায় চাঞ্চল্যকর মুক্তি রানী হত্যা: ২৪ ঘন্টার মধ্যে ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: বুধবার ৩রা মে ২০২৩ ০৮:২২ অপরাহ্ন
বারহাট্টায় চাঞ্চল্যকর মুক্তি রানী হত্যা: ২৪ ঘন্টার মধ্যে ঘাতক আটক

নেত্রকোণার বারহাট্টায় দশম শ্রেণির স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মন (১৬) চাঞ্চল্যকর হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বখাটে যুবক কাউছার (১৮) কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 


এ- উপলক্ষ্যে আজ বুধবার বিকাল ৪টায় নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 


প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ।


 তিনি বলেন, প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার (১৮) একই গ্রামের নিখিল বর্মণের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৬) স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। মুক্তি প্রেমে সাড়া না দেওয়ায় বখাটে কাউছার ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ী ফেরার পথে তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় মুক্তিকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষনা করে। 


এ ঘটনার পরপরই ঘাতক বখাটে যুবককে ধরতে জেলা পুলিশের পক্ষে ৪টি টিম ৪ ভাগে বিভক্ত হয়ে মাঠে নামে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আজ বুধবার বিকেল পৌনে ৩ টার দিকে প্রেমনগর গ্রামের পাঁকা ধান ক্ষেত সংলগ্ন জঙ্গল থেকে ঘাতক কাউছারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করে। 

 

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।