গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৬ই জানুয়ারী ২০২৩ ০৬:৩৩ অপরাহ্ন
গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


থানা পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৬০ গ্রাম হেরোইন (৬০ পুড়িয়া) সহ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরিচা নতুন পাড়া এলাকার মৃত ছাবু শেখ এর ছেলে মোঃ লিটন শেখ (২৬) ও দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়া এলাকার মৃত অকেল মোল্লার ছেলে মোঃ ওসমান মোল্লা (৫৪) এবং ১৫ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের চারটি সরঞ্জাম সহ দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টার পাড়া এলাকার ফজলু জোয়ার্দার এর ছেলে মোঃ রাসেল জোয়ার্দার (২৫) কে গ্রেফতার করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স  অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে উক্ত আসামীদেরকে মাদকসহ গ্রেফতার করে।এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যে পৃথক পৃথক মামলা দিয়ে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।