সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। এতে সেই ঘটনায় যুবলীগের ওয়ার্ডের নেতাসহ আরও তিনজন গুরুত্ব আহত অবস্থা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ার গাজিরচট চারালপাড়া এলাকায় সোহাগ নামের এক যুবলীগ নেতার সুরুমে হামলার ঘটনা ঘটে৷ পরে পুলিশ এসে তদন্ত করে৷
হামলায় আহতরা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল, সুরুমের মালিক আরেক যুবলীগ নেতা সোহাগ মুন্সির বাবা হরমুজ মুন্সী ও হারুণ মুন্সী।
অভিযুক্তরা হলেন-হারুন ভান্ডারি, আলী, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কাদের, রাব্বি ও দেলা। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
হামলায় আহত চায়ের দোকানি হারুণ মুন্সী বলেন, রাতে চারালপাড়া আমাদের এখানে আশেপাশের সব দোকানে লোকজন খেলা দেখছিলো। হটাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে আলী, কাদের, রাব্বিসহ আরও, ২৫/২৫ জন। এসময় সোহাগের শোরুমসহ আমার দোকান ও আরও চারটা দোকান ভাঙচুর করে। আমাকে মারে ও শোরুমে থাকা দুইজনকে মারধর করে পরে শোরুমে থাকা টাকা লুটপাট করে নিয়ে গেলে এলাকার লোকজন আমাদের হাসপাতালে নিয়ে যায়। এরমধ্যে একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে আসি। এসে কয়েকটি দোকান ভাঙচুর অবস্থায় দেখি। হাসপাতালেও নাকি অসুস্থ অবস্থায় কয়েকজন ভর্তি আছে বলে জানতে পেরেছি। ভুক্তভোগীদের থানায় গিয়ে অভিযোগ দিতে বলেছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।