সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী রোমানকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা।
১৯ অক্টোবর সকাল ১২ টার সময় সলঙ্গার হাটিকুমরুলে র্যাব ১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে-র্যাব ১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন,গত ৬ অক্টোবর বিকেলে ভিকটিম সুমাইয়াকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রোমান ৩/৪ জন বন্ধু সহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। ভোরে রোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষনা করলে মর্গের সামনে সুমাইয়ার মরদেহ ফেলে রেখে, রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে জানিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ৮ অক্টোবর সিরাজগঞ্জ জেলার সদর থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলার দায়ের করেন ভিকটিম সুমাইয়ার বাবা। এর পেক্ষিতে র্যাব ১২ এর অধিনায়ক মারুফ হোসেন এর দিকনির্দেশনায় গত ১৮ অক্টোবর বিকাল ৫ টার সময় র্যাব-১২ এবং র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে সুমাইয়া খাতুন নাসরিন (১৯) হত্যা মামলার পলাতক প্রধান আসামী-সিরাজগঞ্জের সদর থানার পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রোমান (নোমান) (২৫) কে আটক করে।
আটকৃত আসামীকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।