গোয়ালন্দে সিগারেটের বিজ্ঞাপন টাঙানোর দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৩ অপরাহ্ন
গোয়ালন্দে সিগারেটের বিজ্ঞাপন টাঙানোর দায়ে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে সিগারেটের বিজ্ঞাপন টাঙানোর দায়ে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সামনে একটি মুদি দোকানে ১৫শত টাকা ও গোয়ালন্দ বাসস্ট্যান্ডে একটি মুদি দোকানে ১৫শত টাকা জরিমানা করা হয়। মোট দুই দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাকির হোসেন।


জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন, ইউএনও মো. জাকির হোসেন।


তিনি বলেন, নিয়ম অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে কোনো দোকান বা প্রতিষ্ঠান সিগারেট ও মাদকদ্রব্যের কোনো বিজ্ঞাপন প্রকাশ্যে টানাতে পারবে না। কিন্তু আইন অমান্য করে প্রকাশ্য স্থানে সিগারেটের বিজ্ঞাপন দৃশ্যমান রাখায় পৌরসভার দুইজন দোকানদার সেকেন শিকদার (৫৭) এবং ফারুক শেখ (২৮) কে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। 


তিনি আরো বলেন কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থির করতে না পারে সেলক্ষ্যে বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।