মহিপুরে ১৫০ মন অবৈধ হাঙ্গর ও ২০ পিচ শাপলাপাতা মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২০শে মার্চ ২০২৩ ০৮:১১ অপরাহ্ন
মহিপুরে ১৫০ মন অবৈধ হাঙ্গর ও ২০ পিচ শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীর মহিপুরে ১শ'৫০ মন অবৈধ হাঙ্গর, ২০ পিচ শাপলাপাতা মাছ ও বিরল প্রজাতির ৪০ কেজি ওজনের ১ টি নাংলা শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড।


সোমবার বিকাল চারটায়  মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন শুটকি পল্লী থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ মহিপুর বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়। জব্দকৃত এসব মাছের অবৈধ বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। মাছগুলো শুটকী করার জন্য জেলেদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল।


নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, এসব মাছ কেটে শুটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলো ব্যবসায়ীরা।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। নদী ও সাগরে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে ।