র‌্যাব-৮'র অভিযানে গোপালগঞ্জে ১০ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ২১শে অক্টোবর ২০২২ ০৬:১৩ অপরাহ্ন
র‌্যাব-৮'র অভিযানে গোপালগঞ্জে ১০ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

গোপালগঞ্জের মোকসেদপুর থানাধীন শাশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে পাল আমলের এক হাজার বছরের পুরানো কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিসহ ৩ পাচারকারিকে আটক করেছে র‌্যাব-৮। 


বৃহস্পতিবার (২০ অক্টোবর)  র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

 

উদ্ধারকৃত ৩২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটির উচ্চতা ২৬ দশমিক ৫ ইঞ্জি এবং প্রস্থ ১৪ ইঞ্জি। এআনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর থানাধিন শাশুনিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে মো. আবুল খায়ের মোল্লা (৫৭), একই এলাকার মৃত আমির আলী মুন্সির ছেলে মো. টুকু মুন্সি (৩৫) এবং পাবনার আমিনপুর থানাধিন রাম নারায়নপুর এলাকার মো. খোরশেদ মোল্লার ছেলে মো. রমজান মোল্লা (২৮)।


শুক্রবার সকালে র‌্যাব-৮ এর মিডিয়া সেলে জানানো হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে মুকসুদপুর থানাধিন শাশুনিয়া গ্রামের আবুল খায়ের মোল্লার বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ওই বাড়ি থেকে বিষ্ণু মূর্তিসহ তিনজনকে আটক করা হয়।


র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘স্থানীয় স্বর্ণকার উদ্ধারকৃত মূর্তিটিকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘তৎকালিন পাল আমলে আনুমানিক ৭০০ থেকে হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছে বিষ্ণু মূর্তিটি।


তিনি আরও জানায়, ‘আটককৃত আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, তারা চোরাচালান এবং বিক্রয়ের উদ্দেশ্যে মূল্যবান এই কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি গত ছয় মাস ধরে নিজেদের হেফাজতে রেখেছিলো।


এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২২। এছাড়া আলামতসহ আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।