প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০:৩৬
টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্ট গার্ড পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ অক্টোবর) ভোর রাত একটারদিকে টেকনাফ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
ধৃতরা হচ্ছে, টেকনাফ উপজেলার সাবরাংয়ের কোয়ানছড়ি এলাকার আবুল খায়েরের পুত্র জহির আহমদ(৪২) ও উখিয়া উপজেলার থায়ংখালী রোহিঙ্গা ক্যাম্পের (নং-১৩) এর এ-৫ ব্লকের ফয়েজ উল্লাহর পুত্র সৈয়দুল মোস্তফা(২৩)।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, টেকনাফ ঘাট হতে নীল রং এর ১ টি হটপট সহ ২ জন ব্যক্তিকে বাজারের দিকে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তিদের সাধারন তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হলে তারা না থেমে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যগণ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
তারা হচ্ছে, টেকনাফ উপজেলার সাবরাংয়ের কোয়ানছড়ি এলাকার আবুল খায়েরের পুত্র জহির আহমদ(৪২) ও উখিয়া উপজেলার থায়ংখালী রোহিঙ্গা ক্যাম্পের (নং-১৩) এর এ-৫ ব্লকের ফয়েজ উল্লাহর পুত্র সৈয়দুল মোস্তফা(২৩)। এ সময় তাদের হাতে থাকা হটপটটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা করে।
কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ অভিযানের নেতৃত্ব দেন।
অপরদিকে রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেড়া দ্বীপের কেয়া বনের ভিতর হতে দুই জন ব্যক্তিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়া হয়। কিন্ত না থেমে তারা দৌড়ে ছেড়া দ্বীপের বনের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বন এলাকা তল্লাশী চালিয়ে কেয়াগাছের জঙ্গলের শেকড়ের ভিতর হতে একটি পলিথিন ব্যাগ উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগটি তল্লাসী করে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃতদের কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।