ভেড়ামারায় আ’লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
গোলাম সিদ্দিক জান্টু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৩ অপরাহ্ন
ভেড়ামারায় আ’লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় সিদ্দিকুর রহমান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার মামলায় এজাহারভুক্ত প্রধান দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। পরে তাদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ ফেব্র্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আইনশৃঙ্খলার এ সংস্থা।


গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা, নজরুল মালিথার ছেলে রনি মালিথা, আব্দুল হামিদের ছেলে জনি ও ড্যানি এবং জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিক। এদের মধ্যে মিন্টু মালিথা ও রনি মালিথা সরাসরি গুলিবর্ষণে জড়িত বলে দাবি র‍্যাবের।


বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিন্টু ও রনি মালিথা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে তারা দুজন সরাসরি যুক্ত ছিলেন। অপর তিনজন তাদের নানাভাবে সহযোগিতা করেছেন।


র‍্যাব আরও জানায়, বংশগত কারণে দীর্ঘদিনের বিরোধের জেরে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


গত ১৮ ফেব্রুয়ারি সকালে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম মৌজার চাঁদগ্রাম চরে দুর্বৃত্তরা অতর্কিত গুলি বর্ষণ করে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে পরদিন ভেড়ামারা থানায় মামলা করেন।