রাঙ্গাবালীতে অবৈধ কারেন্ট জাল ও জাটকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এম. সোহেল
প্রকাশিত: শনিবার ১৮ই ডিসেম্বর ২০২১ ০৭:০০ অপরাহ্ন
রাঙ্গাবালীতে অবৈধ কারেন্ট জাল ও জাটকা উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি যাত্রীবাহী ট্রলার থেকে ৭ মণ জাটকা ইলিশ ও ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে মাছসহ জাল উদ্ধার করা হয়। 


কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এসময় মোল্লা পরিবহণ নামের একটি যাত্রীবাহী ট্রলার থেকে সাত মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। 


সেই সঙ্গে ওই নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। 


কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম আরিফ বলেন, শনিবার বিকেলে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল পুড়ে ফেলা হয়। আর মাছগুলো এতিমখানা এবং দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।