বরগুনা পুলিশের যৌথ অভিযানে জাল টাকার মেশিনসহ মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , বরগুনা
প্রকাশিত: শুক্রবার ১৯শে নভেম্বর ২০২১ ০৮:০৭ অপরাহ্ন
বরগুনা পুলিশের যৌথ অভিযানে জাল টাকার মেশিনসহ মা-ছেলে আটক

বরগুনার বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা এবং টাকা ছাপানোর প্রিন্টারসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে।


শুক্রবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও মামুনের মা মিনারা বেগম (৩৮)।


স্থানীয়রা জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন ১ হাজার টাকার জাল নোট দিলে তা নিয়ে সন্দেহ হয় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের। পরে পাথরঘাটা ও বামনা পুলিশকে খবর দিলে তারা মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।


জিজ্ঞাসাবাদে মামুন জানায়, পাথরঘাটায় তার বাড়িতে জাল টাকা ছাপানোর প্রিন্টার রয়েছে। এরপর পাথরঘাটা ও বামনা থানার যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা ২ নং ওয়ার্ডের আবদুল খালেক খলিফার বাড়ি থেকে থেকে জাল টাকা তৈরির প্রিন্টার উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়।


আটককৃতদের সন্ধ্যা ছয়টার দিকে বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।