প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১৭:১০
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার থারাঙ্গা পারানাভিতানা। লঙ্কান জাতীয় দলের সাবেক এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না অনেক দিন ধরেই, এবার বিদায় নিলেন ঘরোয়া ক্রিকেট থেকেও।৩৮ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে ৩২টি টেস্ট খেলেছেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার বহুল আলোচিত পাকিস্তান সফরে অভিষেক হয় তার। করাচিতে উদ্বোধনী ইনিংসেই অবশ্য শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন থারাঙ্গা।
ড্র হওয়া ম্যাচে অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তামিল ইউনিয়নের অধিনায়ক।১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন থারাঙ্গা, হাঁকিয়েছেন ৪০টি শতক ও ৬৯ টি অর্ধ শতক। শ্রীরঙ্কার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিকও তিনি, করেছেন ১৪ হাজার ৯৪০ রান।