প্রকাশ: ৬ আগস্ট ২০২০, ২১:৪৮
২০০৬ সালে কেউ যদি বলতো, বাংলাদেশ ক্রিকেট দলের একজন হবে বিশ্বসেরা- তাহলে নেহায়েত পাগলই ভাবা হতো সেই ব্যক্তিকে। কিন্তু সে বছরই আন্তর্জাতিক মঞ্চে এসে, মাত্র তিন বছরের মাথায় ঠিকই বাংলাদেশের নামকে বিশ্বের সেরা অবস্থানে নিয়ে গেছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০০৬ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে শিরোপা নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। তাই শেষ ম্যাচে স্কোয়াডে থাকা দুই তরুণ ক্রিকেটারকে অভিষেক করায় বাংলাদেশ। যারা কি না পরের ১৪ বছরে নিজেদেরকে বানিয়ে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট সমার্থক।