‘ভারতীয়রা খুব ভালো, তারা যুদ্ধ চায় না’
সোশ্যাল সাইটে নিয়মিত বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন সাবেক পাকিস্তানি পেস সুপারস্টার শোয়েব আখতার। কয়েকদিন আগেই আরেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছিলেন ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের উপায়। এবার শোয়েব আখতার যা বললেন, তাতে ভারত বিরোধীদের গাত্রদাহ হতেই পারে।
ভারত-পাকিস্তান বন্ধুত্বের সম্পর্ককে লাইম লাইটে আনলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব আখতার। তার মতে, ভারতীয়রা যুদ্ধ চায় না। বরং তারা পাকিস্তানের সঙ্গে একজোট হয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে। শোয়েব আখতারের মতে, 'ভারত খুব ভালো জায়গা। এখানকার মানুষজনও খুব ভালো। আমার কিন্তু কখনও মনে হয়নি একবারও যে তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায়।'
তবে ভারতের টেলিভিশন চ্যানেল দেখতে গেলেই নাকি বদলে যায় সব পরিস্থিতি। শোয়েবের ভাষায়, 'টিভি দেখলে মনে হবে এখনি যেন দুই দেশের যুদ্ধ বেঁধে যাবে। আমি ভারতে অনেকবার ট্যুর করেছি। দেশটাকে খুব কাছ থেকে দেখেছি। আজ আমি বলতে পারি, ভারত পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে কাজ করতে উদ্যোগী। দুই দেশের মানুষজনকে নিয়ে আমি আশাবাদী।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।