বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।আসরে জেমকন খুলনার এটি তৃতীয় ম্যাচ। অন্যদিকে গাজী গ্রুপ চট্টগ্রমের এটি দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রাম অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। জেমকন খুলনায় এসেছে একটি পরিবর্তন। শফিউল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দলটিকে পেতে হয়েছে পরাজয়ের স্বাদ। সাকিব আল হাসান, মাহমুদু্ল্লাহ রিয়াদের মত বড় তারকাদের দলটিকে ৬ উইকেটে হারায় মিনিস্টার গ্রুপ রাজশাহী।অন্যদেক গাজী গ্রুপ চট্টগ্রাম একটি ম্যাচ খেলে পেয়েছে সহজ জয়। কাগজে-কলমে শক্তিশালী দর বেক্সিমকো ঢাকা চট্টগ্রামের সামনে পাত্তাই পায়নি। ৯ উইকেটের জয়ে স্বস্তি নিয়েই জেমকন খুলনার বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।
এক নজরে দুই দলের একাদশ
গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।