আসছে সেপ্টেম্বরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বর্ণাঢ্য বিদায় জানানোর চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি চাইলে জিম্বাবুয়ের বিপক্ষে তার জন্য বিদায়ী ওয়ানডে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন তাতে সায় দেননি মাশরাফি। শনিবার নতুন কোচের নাম ঘোষণার দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন মাশরাফি। তবে বিসিবি প্রধান জানালেন সেখানে অবসর নিয়ে নতুন কোন পরিকল্পনায় আসতে পারেননি তারা।
বোর্ড প্রধান জানালেন তার অবসর ভাবনা জানতে আর নতুন কোচের কথা জানাতে ডাকা হয়েছিল মাশরাফিকে, ‘মাশরাফি এসেছিল দুই কারণে। সাকিবের সঙ্গে আমাদের পরশু দিনের আগের দিন কথা হয়েছে, আমার সঙ্গে ও বসেছিল। ওর সঙ্গে আমি কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। মাশরাফিও একজন অধিনায়ক তাকেও তাই জানানো হলো।’
বিসিবি প্রধান জানালেন অবসর কবে নিতে চান তা জানাতে আরও মাস দুয়েক সময় চেয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক, ‘আরেকটা জিনিস ছিল একটা ওয়ানডে জিম্বাবুয়ের (বিদায়ী ওয়ানডে) সঙ্গে করব কিনা। সেই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও কি মনে করে। ও মনে করে যে এত তাড়াতাড়ি (সিদ্ধান্ত নিতে পারবে না)। যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোন ওডিআই নেই। সেজন্য এক্ষুনি না হলে তার জন্য সুবিধা হয়। দুইমাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে ওর পরিকল্পনা কি। আমরা বলেছি ঠিকাছে।’
ক্যারিয়ারের অন্তিমে পৌঁছে যাওয়ায় কয়েকমাস থেকেই অবসর নিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। গুঞ্জন ছিল বিশ্বকাপের পর পরই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেবেন তিনি। তবে মাশরাফি এই ব্যাপারে কখনই স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপের পরই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে যেতে পারেননি। চলতি বছরে আর ওয়ানডে না থাকায় এই বছর যে মাশরাফি অবসর নিচ্ছেন না তা অনেকটাই পরিষ্কার।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।