এবার নতুন চমক নিয়ে হাজির সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৮শে মার্চ ২০২১ ০৯:১২ পূর্বাহ্ন
এবার নতুন চমক নিয়ে হাজির সাকিব

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি নতুন চমক নিয়ে এসেছেন।


শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রঙিন চশমা পরা একটি ছবি শেয়ার করেছেন সাকিব। 


ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন একটা গল্প শুনবেন? কীসের গল্প Guess করতে পারলে এই রঙিন চশমা আপনার! হ্যাশট্যাগে দিয়েছেন #রঙিনদুনিয়া।


সম্প্রতি সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন। আর ২৭ মার্চ আইপিএল খেলতে ভারতে চলে যান।


তবে আমেরিকা থেকে ফেরার আগে ক্রিকফ্রেঞ্জির ফেসবুক লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও কয়েকজন কর্মকর্তার বিষয়ে সাকিব বিভিন্ন মন্তব্যে করেন, যা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে।