তামিম ইকবালের অনুপস্থিতি কপাল খুলে দিয়েছে সাদমান ইসলামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবারও তামিম ইকবাল থাকলে হয়তো একাদশে জায়গা হতো না তার।
অবশেষে সুযোগ পেয়েই কাজে লাগালেন সাদমান। শুধু কাজে লাগানোই নয়, ক্যারিয়ারের সেরা ইনিংসটাও খেলে ফেললেন তিনি। করে ফেললে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগই দিলেন না। তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি। ১৮০ বল খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছান তিনি।
শুধু সাদমানের সেঞ্চুরিই নয়, নাজমুল হোসেন শান্তও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। এ রিপোর্ট লেখার সময় তিনি অপরাজিত রয়েছেন ৮৪ রানে। বাংলাদেশের লিডও পার হয়ে গেছে ৪৩০ রান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।