
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ৩:৫৬

১১ দফা দাবিতে বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণায় অবাক হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি মনে করেন, ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ার আগে পুরো বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাতে পারতেন। এভাবে মিডিয়া ডেকে প্রকাশ্যে ধর্মঘটের ঘোষণা দেওয়ার কারণে বিশ্বে বাংলাদেশের 'ভাবমূর্তি ক্ষুণ্ন' হয়েছে বলে মনে করেন তিনি। সেইসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ক্রিকেটারদের দাবি-দাওয়ার সমাধানের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব