সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৮ অপরাহ্ন
সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

বাংলাদেশ থেকে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে টেনেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। বিসিবি তাকে খেলার ছাড়পত্রও দিয়েছে।

তবে আফিফ হোসেন ধ্রুবর ভাগ্য হয়ত অতটা সুপ্রসন্ন হচ্ছে না! ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়ায় শুরুতে সিপিএল খেলতে যেতে পারেননি তিনি। মঙ্গলবার ফাইনাল দিয়ে জাতীয় দলের মিশন শেষ হলেও তরুণ অলরাউন্ডারের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সম্ভাবনা কমই! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘সাকিবের আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে এনওসি (নো অবজেকশন লেটার) দিয়ে দিয়েছি। আর আফিফ জাতীয় দলে ছিল। যে কারণে তাকে শুরুতে এনওসি দেয়া হয়নি। এখন যদি চায় সেক্ষেত্রে আমরা বিবেচনা করব।’

আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলে বুধ অথবা বৃহস্পতিবার বার্বাডোজের পথে রওনা হবেন সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, চার থেকে পাঁচটি ম্যাচ খেলে দেশে ফিরবেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। ফিরে সামনের ভারত সফরের প্রস্তুতি নিতে হবে তাকে। সিপিএলে যোগ দিয়ে লিগ রাউন্ডে চারটি ম্যাচ হয়তো পাবেন সাকিব। ২০১৩ সালে এই বার্বাডোজ ট্রাইডেন্টস দিয়েই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অভিষেক হয়েছিল সাকিবের। ২০১৮ সালেও খেলেন একই দলে।

অন্যদিকে, বিসিবি ছাড়পত্র না দেয়ায় আফিফকে পায়নি সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ইতোমধ্যে দলটি ৮ ম্যাচ খেলে ফেলেছে। চার জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে। মঙ্গলবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দিয়ে জাতীয় দলের হয়ে ব্যস্ততা শেষ হলেও আফিফ এখনও বোর্ডকে সিপিএলের ব্যাপারে কিছু জানাননি। টুর্নামেন্টের শেষদিকে আফিফকে কতটা দরকার সেন্ট কিটসের সেটিও বিবেচ্য। সিপিএলে যাওয়া না হলে শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।