নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্রোরি আগামীকাল (শুক্রবার) ঢাকায় পৌঁছাবেন। এর আগে বহুবার ঢাকায় আসলেও এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক হিসাবে কাজ করতে ঢাকায় আসছেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা আশা করছি ভেট্টোরি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন। এসে তিনি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।’ভেট্টোরি নিউজিল্যান্ড দলের হয়ে ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই তিন ফরম্যাটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৩৬২, ৩০৫ ও ৩৮টি।৪০ বছর বয়সী ভেট্টোরি এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিভিন্ন দলে কোচিং করিয়েছেন। চুক্তি অনুযায়ী ভেট্রোরি বাংলাদেশ দলের সঙ্গে ১০০ দিন সময় পার করবেন। তার সঙ্গে চুক্তি ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।