
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২৩:১৮

ক্রিকেটে তিন দিনের অচলাবস্থার অবসান হয়েছিল বুধবার রাতে। শুক্রবার থেকে মাঠে ফেরার ঘোষণা দেন ধর্মঘটে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা। এদিন শুরু হয়েছে ভারত সফরের ক্যাম্প। কিন্তু প্রথম দিনই দেখা যায়নি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। শুক্রবার বিকাল ৩টার দিকে শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় ক্যাম্পে। সবার আগে সেখানে যোগ দেন মুশফিকুর রহিম।
এরপর একে একে আসতে থাকেন মাহমুদউল্লাহ-তামিম ইকবাল সহ অন্যরা। ইনডোরে ও মাঠে অনুশীলন করেছেন তারা কয়েক দফায়। কিন্তু সাকিব কেন আসেননি সেটা থেকে গেছে অজানা। বাংলাদেশের এই ক্যাম্প দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন নিউজিল্যান্ডের সাবেক স্পিনার। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। কিন্তু প্রথম দিনই সাকিবকে পেলেন না সাবেক কিউই তারকা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব