প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১৫:৫৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় শেষ খবর পর্যন্ত ৪৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন তিন বাংলাদেশি নাগরিক| গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি জানিয়েছে।হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক নারীসহ চারজনকে আটক করেছে। এর মধ্যে কর্তৃপক্ষের বরাতে এক হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ব্রেন্টন ট্যারেন্ট নামে ২৮ বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক। হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারী লাইভ ভিডিও করেছে। হামলার দুইদিন আগেও তিনি হামলার প্রস্তুতি সম্পর্কে জানিয়েছিলেন। মুসলিমবিদ্বেষী এই যুবক বৃহস্পতিবার (১৪ মার্চ) হামলার কথা জানিয়েছিল। হামলাকারী জানিয়েছেন, ইউরোপের দেশগুলোতে বিদেশি হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে তিনি এ হামলার পরিকল্পনা করেন। দুই বছর ধরে তিনি এ হামলার পরিকল্পনা করছেন।
ইনিউজ ৭১/এম.আর