শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জহুরা বেগম।


অনুষ্ঠানে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষকবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর, নেছার মিয়া, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবি দাশ এবং তাসলিমা আক্তার তৃষা।


ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন শিক্ষার্থীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে দৌড়, গোল, বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেটসহ বেশ কয়েকটি ইভেন্ট ছিল। পাশাপাশি অভিভাবকদের জন্যও একটি বিশেষ জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে অভিভাবকরা তাদের দক্ষতা প্রদর্শন করেন।


এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।


শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ঐক্যের বন্ধন দৃঢ় হবে, এমনটি আশা করা হচ্ছে।