ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে হলে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জয়ের মিশন নিয়েই ইংলিশদের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।
আজ শুক্রবার (৩ মার্চ) মিরপুরের 'হোম অব ক্রিকেট' শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২ টায় শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় দিনের খেলা। ম্যাচের আগে টসে জয়লাভ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল এবং তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষেই চারটি ওয়ানডে ম্যাচে জয় পেলেও এখন পর্যন্ত সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারও বেশ চাপে রয়েছে স্বাগতিকরা। তাই এদিন সিরিজ বাঁচাতে হলে সর্বোচ্চটা দিতে হবে সাকিব-তামিমদের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান।ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।