এসএসএফ এর ফেলে যাওয়া ৩২টি অত্যাধুনিক অস্ত্রও যাদের কাছে রয়েছে !

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ন
এসএসএফ এর ফেলে যাওয়া ৩২টি অত্যাধুনিক অস্ত্রও যাদের কাছে রয়েছে !

গত ৫ আগস্টের অভ্যুত্থানকালে গোপন তথ্য অনুযায়ী, দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা গণভবনে জমা থাকা অস্ত্রসমূহ ভল্টে রেখে চলে যান। পরে অভ্যুত্থানকারীদের হাতে ওই ভল্টে রাখা ৩২টি অত্যাধুনিক অস্ত্রও লুট হয়। এই ঘটনার পর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, গোয়েন্দাদের ধারণা, লুট হওয়া অস্ত্রগুলো রাজধানীর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চলে গেছে।


পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সেই রাতে পুলিশের বিভিন্ন থানা, কারাগার এবং প্রতিষ্ঠান থেকে মোট ৫,৮২৯টি অস্ত্র ও ৬,০৬,৭৪২টি গুলি লুট হয়েছে। এর মধ্যে ৩,৭৬৩টি অস্ত্র এবং ২,৮৬,০৮২টি গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো ২,০০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা বাকি রয়েছে।


পুলিশের এআইজি ইনামুল হক সাগর জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে ৩৬৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে, এসব উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএসএফের লুট হওয়া অস্ত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।


মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় সন্ত্রাসীদের কার্যক্রম বাড়তে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত আড়াই মাসে এখানে ১২টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাই ও চাঁদাবাজি বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ সন্ধ্যার আগে ঘরে ফিরতে বাধ্য হচ্ছে। অনেকে পরিবারসহ এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।


এই পরিস্থিতিতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। অভিযানের ফলস্বরূপ জেনেভা ক্যাম্পের বেশ কিছু সন্ত্রাসী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একাধিক সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পর তারা স্বীকার করেছেন যে, তাদের হাতে লুট হওয়া অস্ত্র রয়েছে।


অপরদিকে, জানা গেছে, যারা অস্ত্র চালাতে জানে না, তারা কম মূল্যে অস্ত্র বিক্রি করে দিচ্ছে। এমনকি কারাগার থেকে বেরিয়ে আসা সন্ত্রাসীরা এই অস্ত্র সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, যদি এই অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে। 


সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।