পাকিস্তানকে ১৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিলো আফগানরা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৯শে অক্টোবর ২০২১ ১০:১০ অপরাহ্ন
পাকিস্তানকে ১৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিলো আফগানরা

১৩ রানে ২টি, ৭৬ রান তুলতে নেই ৬ উইকেট। পাকিস্তানি বোলারদের তোপে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল আফগানিস্তান। একশ করাই কঠিন মনে হচ্ছিল তখন।


কিন্তু দলটি যে আফগানিস্তান, ভয়ডরহীন ক্রিকেট যাদের রক্তে। কঠিন পরিস্থিতি থেকে দলকে দারুণভাবে লড়াইয়ে ফেরালেন মোহাম্মদ নবি আর গুলবাদিন নাইব।



এই যুগলের ৪২ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ৬ উইকেটেই ১৪৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানরা। অর্থাৎ জিততে হলে পাকিস্তানের দরকার ১৪৮ রান।


দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শুরু থেকেই তাদের চেপে ধরেন পাকিস্তানি বোলাররা। ১৩ রানের মধ্যে তুলে নেন ২ উইকেট।


ইনিংসের দ্বিতীয় ওভারে ইমাদ ওয়াসিমের শিকার হজরতউল্লাহ জাজাই (০)। পরের ওভারে মোহাম্মদ শাহজাদকে (৮) তুলে নেন শাহিন শাহ আফ্রিদি।


তবে উইকেট হারালেও চালিয়ে খেলা বন্ধ করেননি আফগান ব্যাটাররা। ফলে হাল ধরতে পারেনি মিডল অর্ডারও। ৭ বলে একটি করে চার-ছক্কায় আসঘর আফগান করেন ১০ রান। সমান বলে এক ছক্কায় ১০ করে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ।