আবারও সহজ ক্যাস মিস করলেন লিটন

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৪শে অক্টোবর ২০২১ ০৭:২৫ অপরাহ্ন
আবারও সহজ ক্যাস মিস করলেন লিটন

মাহমুদউল্লাহ নিজেকে এনেছিলেন, এরপর আক্রমণে এনেছেন আফিফ হোসেনকে। প্রথম বলেই তাঁকে ছয় মেরেছেন রাজাপক্ষে। অবশ্য ১ বল পরই রাজাপক্ষের উইকেটটা পেয়ে যেতে পারতেন আফিফ, তবে ডিপ স্কয়ার লেগে মোটামুটি সহজ ক্যাচ ফেলেছেন লিটন। শুধু সেটাই না, সে বলে হয়েছে চারও।   


এ ওভারেই ফিফটি পূর্ণ হয়ে গেছে আসালাঙ্কার।  এর আগে শ্রীলঙ্কার ৩ ম্যাচের মাঝে শুধু সর্বশেষটি খেলেছিলেন আসালাঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ রান তাড়ায় আউট হয়ে গিয়েছিলেন ৬ রান করেই।  


তবে বাংলাদেশের বিপক্ষে আরেকটা সুযোগ পেয়ে আসালাঙ্কা জ্বলে উঠলেন। কুশাল পেরেরাকে দ্রুত হারিয়ে ফেললেও শ্রীলঙ্কাকে বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছেন তিনি। পাওয়ার প্লেতে ১৮ বল খেলে করেছেন ৩২ রান, এ টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বোচ্চ।   তবে দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়া আসালাঙ্কা এরপর ১৮ রান করতে খেললেন ১৪ বল। অবশেষে ফিফটি হলো তাঁর। আফিফ হোসেনের প্রথম ওভারে এ মাইলফলকে গেছেন তিনি।


এর আগে অফস্টাম্পে স্লোয়ার বল, ওয়ানিন্দু হাসারাঙ্গা সেটা তুলেছেন আকাশে। বাউন্ডারি থেকে ছুটে এসে ক্যাচটা নিতে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি নাঈমকে। সাকিব মোমেন্টাম এনে দিয়েছেন, সাইফউদ্দিনের উইকেটে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ। ৭৯ রানে চতুর্থ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।


তারও আগে নিসাঙ্কা-আসালাঙ্কার জুটি চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। সাকিব এলেন, ভাঙলেন সে জুটি। সাকিব সেখানেই থামলেন না। নিসাঙ্কার পর বোল্ড করলেন আভিস্কা ফার্নান্ডোকেও। সাকিবের ফ্লাইট বুঝতেই পারেননি ফার্নান্ডো।


খেলা শুরুর প্রথম চার বলের মধ্যে সাফল্য এনে দেন নাসুম। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভাঙেন কুশল পেরেরার। ক্রস খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন লঙ্কান ওপেনার (১)।