প্রকাশ: ১ মে ২০২০, ৭:৫৯
ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরো ৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন। যা এখন পর্যন্ত ইতালিতে একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। এ নিয়ে করোনায় আক্রান্ত ৭৫ হাজার ৯৪৫ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মরণঘাতী করোনাভাইরাস। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে প্রায় ৩২ লাখ ৭৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন, ২ লাখ ৩২ হাজার ১০ জন। বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরই ইতালির অবস্থান।
বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা জানিয়েছেন ইতালিতের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। একই সঙ্গে তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬৭ এবং আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।
৪ মে ইতালির কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল করে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।