প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ৪:৮
করোনাভাইরাসে আক্রান্ত জেনেও কোয়ারেন্টাইনে না থেকে ভাড়ায় ট্রাক নিয়ে চট্টগ্রামে গেছেন এক চালক। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই চালককে ধরার চেষ্টা করলেও এখনো সম্ভব হয়নি।
ওই ট্রাকচালকের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। সোমবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেন।