প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ৩:২৭
সারা বিশ্বে করোনার মোট আক্রান্তের এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের সংখ্যা নিউ ইয়র্ক শহরেই বেশি। শহরটির ফিউনেরাল হোমগুলোতে লাশ আর লাশ। কোথাও যেন তিল ধারণের ঠাই নেই। বুধবার ব্রুকলিনের ইউটিকা অ্যাভেনিউর এ্যান্ড্রু টি ক্লেকলি ফিউনারেল হোমের সামনে রাখা ট্রাক দুটি ট্রাকের ভেতর পচতে থাকা কয়েক ডজন লাশ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, ফিউনেরাল হোমটির লাশ রাখার হিমাগার অচল হয়ে পড়ায় এ মৃতদেহগুলো ট্রাক দুটোর ভেতরে রাখা হয়েছিল। তীব্র দুর্গন্ধ বের হওয়ার পর খবর পেয়ে পুলিশ এসে ট্রাক খুলে শবদেহ রাখার ব্যাগে মোড়ানো (বডি ব্যাগ) লাশগুলো পায়। বডি ব্যাগে ভেতর রাখা লাশগুলোর মধ্যে কতটি কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির তা নিশ্চিত হওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।