এবার মাগুরা লকডাউন

নিজস্ব প্রতিবেদক
এস এম শিমুল রানা, জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে এপ্রিল ২০২০ ০৭:৩৩ অপরাহ্ন
এবার মাগুরা লকডাউন

আজ বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলায় এক সভাতে মাগুরাকে ঝুঁকিপূর্ন হিসাবে তুলে ধরেন উপস্থিত বক্তারা। এর মধ্যে সদর উপজেলা ইউএনও আবু সুফিয়ান এবং উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের ঘোষনা এবং আলোচনায় মাগুরা জেলার চারপাশের ঝুঁকিপূর্ন জেলাগুলো বিবেচনা করা হয়। মাগুরা জেলাকে এই মুহুর্তে লকডাউন না করা গেলে মাগুরাতেও করোনা ভাইরাসের ভয়াবহতা শূরু হবার আশংকা করেন তারা । তারা মূলত মাগুরা জেলাকে লকডাউন করার পক্ষে এক মত পোষন করেন।

বেলা ৫ টায় মাগুরা জেলা প্রশাসকের এক ঘোষনা আসে,গণবিজ্ঞপ্তি আকারে উক্ত বিজ্ঞপ্তিতে মাগুরা জেরাতে একরকম অঘোষিত লকডাউন করার ইঙ্গিত দেয়া হয়। মাগুরা জেলায় অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে  বলেও নির্দেশনায় গুরুত্ব দেয়া হয়েছে। 

মাগুরা শহরের প্রায় দোকানপাট এখন খোলা দেখা যাচ্ছে। যেখানে করোনা ভাইরাস মাগুরা জেলার চারপাশের জেলাগুলোতে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে,সেখানে ,মাগুরাতে মানুষ ঘর থেকে বের হতে শুরু করেছে। যা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে মাগুরাকে।   শহরের ঢাকা রোড এলাকা থেকে প্রতিদিন  প্রচুর লোকজনকে ঢাকার উদ্দেশে রওনা হতে দেখা যাচ্ছে।

এছাড়া মাগুরা মহাসড়ক দিয়ে যশোরওঝিনাইদহ জেলাতে যাতায়াত করছে যানবাহন। মালপত্র টানা যান হলেও ভেতরে মানুষ যাচ্ছে কিনা তা জানা যাচ্ছে না।

মাগুরা জেলার সবথেকে ঝুকিপূর্ন প্রবেশদ্বার বলা হচ্ছে শালিকা উপজেলা। কারন যশোরে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে ইতিমধ্যে। যশোর থেকে অনেকে আতংকিত হয়ে মাগুরা সীমান্তে ঢুকে যাচ্ছে বলে স্থানীয়রা বলছেন। এক্ষেত্রে বাঘারপাড়া উপজেলা হতে পারে সেই গোপনীয় প্রবেশ পথ।

এসব নিয়ে আজ মাগুরা সদর উপজেলা পরিষদে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে নিম্নে বিষয়ে আলোচনা করা হয় যা সদর ইউএনও আবু সুফিয়ানের ফেসবুক থেকে হুবুহু তুলে ধরা হলো।

ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী সকল জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার এখনই সময়। ঝিনাইদহ ও ফরিদপুর সংলগ্ন পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান , (হাজীপুর, হাজরাপুর, রাঘবদাইড়, বগিয়া, কছুন্দি )মেম্বারদের নিয়ে লকডাউন কার্যকর করতে করণীয় শীর্ষক সভা।

উপস্থিত আছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবু নাসির বাবলু , উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আবু তালহা, অফিসার ইনচার্জ জনাব মোঃ জয়নাল আবেদীন মাগুরা সদর, মাগুরা

সিদ্বান্ত

১. কালকে থেকে ঝিনাইদহ ও ফরিদপুর আমাদের জন্য বন্ধ। তাঁদের কেও থামানো হবে।
২. সম্মানিত চেয়ারম্যানগণ ও মেম্বার সকল প্রকার কার্যক্রম গ্রহণ করবেন।
৩. স্বেচ্ছাসেবক গণ সার্বক্ষণিক স্থানীয় গ্রামীণ সড়ক পাহারা দিবে
৪. স্বেচ্ছাসেবকগণের সাথে দফাদার মহল্লাদার সাহায্য করবে
৫. বগিয়া অংশে ফরিদপুরের দুএকটি গ্রাম সহ লকডাউন হবে।
৬. কোনভাবেই বাইরে থেকে আসা লোকজন বাড়ির বাইরে যাবেনা নির্দিষ্ট সময় পর্যন্ত।
৭. প্রত্যেক চেয়ারম্যান তাঁর নির্দিষ্ট এলাকায় সবাইকে নিয়ে জনমত গড়ে তুলতে হবে।
৮. লকডাউন যেন সবাই মিলে মিশে মেনে নেয় সেজন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ পুলিশের সদস্য সবাই সচেতনতা সৃষ্টি করতে হবে।
৯. সকল পরিবহন চলাচল সীমিত।
১০. লকডাউন কার্যকর করতে সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১১. কাল থেকে লকডাউন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব