নাটোর জেলা লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে এপ্রিল ২০২০ ০৬:১৬ অপরাহ্ন
নাটোর জেলা লকডাউন ঘোষণা

প্রাণঘাতি করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর জেলাকে লকডাউন ঘোষনা করেন নাটোর জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ ঘোষণা দ্বারা জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক এবং নৌপথে যেকোনো জেলা থেকে কেউ নাটোরে প্রবেশ করতে পারবেন না এবং বেরও হতে পারবে না।

নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, ‘গত ২দিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক, সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ২ স্বাস্থ্যকর্মী সহ ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে নাটোর জেলাকে লকডাউন করা হয়েছে। তবে জরুরি সেবার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সংবাদকর্মীরা এ আদেশ আওতার বাইরে থাকবে বলেন জানান তিনি।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব