সোহরাওয়ার্দীর ৪০ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৫৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৯শে এপ্রিল ২০২০ ০৮:১৯ অপরাহ্ন
সোহরাওয়ার্দীর ৪০ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৫৭

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক ও সাত নার্সসহ ৫৭ জন করোনায় আক্রান্ত। তাদের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও ওয়ার্ডবয়সহ অন্যান্য আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অর্ধশতাধিক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হলেও হাসপাতালের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা কম। যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের অবজারভেশনে থেকে এবং প্রযোজনে নমুনা পরীক্ষার পর নেগেটিভ পাওয়া গেলে কাজে যোগদান করবেন বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব