রানীনগর থেকে নওগাঁয় পালিয়ে আসা (৩০) বছর বয়সী করোনা এক রোগীকে আটক করে বাসায় ফেরত পাঠিয়েছে নওগাঁ জেলা পুলিশ। বুধবার দুপুর দুইটার দিকে নওগাঁ লিটন ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি রাণীনগর উপজেলায়।
বুধবার জেলায় নতুন করে ১৫জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের হোমকোয়ারেন্টাইনে থাকার বিয়ষটি নিশ্চিত করছিল জেলা স্বাস্থ্যবিভাগ এর মধ্য ঐ ব্যক্তির কোন খোঁজ না পাওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করে স্বাস্থ্যবিভাগ। বিষয়টি জানার পর তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ সুপার আব্দুল মান্নান মিঞার দিকনির্দেশনায় নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে সদর থানার (ওসি তদন্ত) ফয়সাল বিন আহসান, (ওসি অপারেশন) তাজমিলুর রহমান ও এসআই আব্দুল বারিক এর সমন্বয়ে পুলিশের একটি টিম তাকে শহরের লিটন ব্রিজের উপর থেকে আটক করে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর থেকে আসা করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তথ্যপ্রযুক্তির সাহায্যে তার মোবাইল এর লোকেশন এর মাধ্যমে খুব দ্রুত সময়ে তাকে আটক করা হয়েছে। এবং তার নিরাপত্তা নিশ্চিত করে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে তার নিজ বাসায় পাঠনো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।